Your Cart
:
Qty:
Qty:
How to know my Skin Type

#কিভাবে_বুঝবো_আমার_স্কিন_টাইপ_কি????
যারা বেসিক স্কিন কেয়ার শুরু করতে চায়,বা টুকটাক স্কিন করে,তারা অনেকেই স্কিন টাইপ না বুঝেই,ভুল প্রোডাক্টস চুজ করে,ইউজ করতে থাকে।ইনফ্যাক্ট অনেক জ্ঞানী মানুষ ও এই ভুল করে থাকেন,স্কিন কেয়ারের রুটিনে।"অমুকে এটা ইউজ করে বেনেফিটেড হয়েছেন,তাই আমিও ইউজ করে দেখি তো" বলে আন্দাজে ইউজ করা শুরু করে দেন।যেটা মোটেও ঠিক না।সবার স্কিন কন্ডিশন,স্ট্রাকচার আর টাইপ কিন্তু এক না।
সঠিক নিয়মে স্কিন কেয়ার করতে চাইলে,জানতে হবে,সঠিক পদ্ধতিতে প্রোডাক্টস এপ্লাই আর সঠিক প্রোডাক্ট চুজ করা,যেটি আপনার স্কিন টাইপের সাথে মানানসই।
চলুন আজ জানবো,কিভাবে নিজেই স্কিন টাইপ বুঝে সিলেক্ট করা যায়ঃ-
🍀🌼#Normal_Skin: নরমাল স্কিনে সব সময় অয়েল টা ওয়েল ব্যালেন্সড থাকবে,টি জোন হালকা অয়েলি থাকবে,বাট সেবামে অয়েলের ওভার প্রোডাকশন থাকবেনা,আবার স্কিন ড্রাই ও থাকবেনা।
🌼🍀#Oily_Skin: স্কিন সব সময় পেইল লাগবে,আর অয়েলের একটা থিক লেয়ার সব সময়ই থাকবে।স্কিন সব সময় শাইনি আর গ্রেসি লাগবে,লার্জ ওপেন পোরস থাকবে,এক্নি প্রোন হবে স্কিন,আর টি জোন খুব বেশি অয়েলি থাকবে মোস্ট অফ দ্যা টাইম।
🌼🍀#Dry_Skin: স্কিন টা খুবি ইচি টাইপ থাকবে,সব সময় একটা টাইট,টানটান ফিল থাকবে,দেখতে খুবি ডাল আর টায়ার্ড লাগবে,আর গাল গুলো লাল লাল হয়ে থাকবে।বিভিন্ন কারণে স্কিন ড্রাই হতে পারে,আবার ন্যাচারাল বিভিন্ন ফ্যাক্টরের জন্য ও ড্রাই হতে পারে।সিজন চেঞ্জ এর জন্য ড্রাই হতে পারে,মইশ্চারাইজেশন এর অভাবে ড্রাই হতে পারে।লিকুইড ইনট্যাক প্রোপার না হলে ডিহাইড্রেশন এর জন্য ড্রাই হতে পারে।
🌼🍀#Acne_Prone_Skin: স্কিনে সব সময় ব্রণ হতে থাকবে,আর যেকোনো প্রোডাক্টস ইউজেও ব্রণ বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে।এক্নি প্রোন স্কিন টা মেইনলি ওয়েলি স্কিন,স্কিনের তেল গ্রন্থিতে তেলের পরিমান বেড়ে গেলে,লোম কুপ বন্ধ হয়েও এক্নি হয়।এছাড়া পটি পিরিয়ড ক্লিয়ার না হবার সাথেও এই স্কিন টাইপ জড়িত,হরমোনাল বিভিন্ন ইস্যুও থাকে।
🌼🍀#Combination_Skin: স্কিনের টি জোন ওয়েলি থাকলেও,গালের/চিকের দিক দিয়ে ড্রাই থাকে।এর কারণ হচ্ছে স্কিনের এক্সেসিভ অয়েল প্রোডাকশন আর মইশ্চারাইজেশন এর অভাব।এই দুই সমস্যা যখন একসাথে গ্রো করবে স্কিনে,তখনি স্কিন ড্রাই হয়ে যাবে।
🌼🍀#Sensitive_Skin: স্কিন খুবি ইরিটেটেড থাকে,সব সময় চুলকায়,হুটহাট ব্রেক আউট হয়ে যায়,আর স্কিন টা ড্রাই ফিল হয়,আর চুলকাতে থাকে।
এই হচ্ছে সব গুলো স্কিন টাইপ।এছাড়া আপনার যদি উপরের দুইটা স্কিন টাইপ মিক্সড হয়,তাহলে এরকম হবে যে..অয়েলি আর কম্বিনেশন মিক্সড হলে,স্কিন টাইপ মিক্সড মানে অয়েলি টু কম্বিনেশন,বা ড্রাই টু কম্বিনেশন এমন।
©মনিরা সুলতানা মায়া